আর মাত্র মাসখানেকের অপেক্ষা। তারপর শুরু আইপিএল। গতবারের চ্যাম্পিয়ন হিসাবে প্রথম ম্যাচে খেলবে কেকেআর। সূত্রের খবর, ইডেনে আরসিবির বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে নামতে পারেন নাইটরা। ম্যাচের আগে বিশেষ অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানের পরিকল্পনাও প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিসিসিআই। বেশ কিছু চমক থাকতে পারে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে।বেশ কিছু দিন আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল, এবারের আইপিএল শুরু হবে ২১ মার্চ। তবে ওই নির্দিষ্ট দিনে আইপিএল শুরু হচ্ছে না। টুর্নামেন্ট শুরু হবে একদিন পরে। অর্থাৎ ২২ মার্চ।
জানা গিয়েছে, সম্প্রচারকারীদের অনুরোধে একদিন দেরি করে শুরু করা হচ্ছে আইপিএল। সূত্রের খবর, ব্রডকাস্টাররা চাইছিল, উইকএন্ডে আইপিএল শুরু করতে। কিন্তু ২১ মার্চ শুক্রবার। যার ফলে একদিন পিছিয়ে শনিবার অর্থাৎ ২২ মার্চ আইপিএল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কেকেআর যেহেতু গতবারের চ্যাম্পিয়ন, তাই উদ্বোধনী ম্যাচে নাইটরা যে ইডেনে নামবে তা চূড়ান্ত। সম্ভবত প্রথম ম্যাচে কেকেআরের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও আইপিএল সূচি এখনও চূড়ান্ত হয়নি। একটা খসড়া তৈরি হয়েছে। তবে বেশ কিছু বিকল্পও তাতে রাখা হয়েছে। আর পুরোটাই পাঠিয়ে দেওয়া হয়েছে সম্প্রচারকারী সংস্থার কাছে। আশা করা হচ্ছে, আগামী কিছু দিনের মধ্যেই চূড়ান্ত সূচি ঘোষণা করা হতে পারে। একইসঙ্গে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও আলোচনা চলছে। বলিউডের বেশ কয়েকজনকে পারফর্ম করতে দেখা যাবে। সেই তালিকাও কার্যত প্রস্তুত।