বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষভাবে জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চালু করেছেন ‘পথশ্রী’। বুধবার রাজ্য বাজেটে এই পথশ্রী প্রকল্পে ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। এই প্রকল্পে এখনও পর্যন্ত রাজ্য রাজকোষ থেকে অর্থ ব্যয় করে মোট ৩৭,০০০ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরিতে করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ উদ্যোগকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতেই রাজ্য বাজেটে ১৫০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা হয়েছে।
স্বাভাবিকভাবেই এহেন পদক্ষেপের ফলে রাজ্য জুড়ে প্রত্যন্ত এলাকাগুলিতে আরও রাস্তা তৈরি হবে। ইতিমধ্যেই দক্ষিণ-সহ উত্তরের একাধিক গ্রাম এই প্রকল্পের মাধ্যমে পেয়েছে পেভার্স ব্লকের রাস্তাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনমুখী প্রকল্পের সুবিধা গ্রামের বাসিন্দাদের মুখে হাসি ফুটেছে। যাতায়াতের যাবতীয় সমস্যা থেকে মিলেছে রেহাই।
