সোমবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল বাজেট অধিবেশন। তার আগে এদিন পরিষদীয় দলের বৈঠক সারলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিষয় উঠে এল আলোচনায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে একহাত নিতেও ভুললেন না তিনি। স্পষ্ট জানালেন, রাজনৈতিক কারণে জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে আটকে রাখা হয়েছিল।
রাজ্যের তৃণমূল সরকার গঠনের পর থেকেই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি থাকার পাশাপাশি খাদ্য মন্ত্রীও ছিলেন তিনি। তবে একুশের বিধানসভা ভোটের পর তাঁকে খাদ্য দফতর থেকে বন দফতরে পাঠিয়ে দেওয়া হয়। দিন কয়েক আগে রেশন মামলায় জামিন পান জ্যোতিপ্রিয়। মমতার কথায়, “বালুর বিরুদ্ধে দুর্নীতির কোনও তথ্য প্রমাণ দিতে পারেনি ইডি। তাই ও জামিন পেয়েছে। রাজনৈতিক কারণে ওকে আড়াই বছর জেলে আটকে রাখল।”
