ইম্ফল: সুপ্রিম কোর্টে অডিও টেপ ফাঁসের মামলা নিয়ে জর্জরিত মণিপুরের মুখ্যমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা বীরেন সিং। সুপ্রিম নির্দেশে ষড়যন্ত্র ফাঁস হওয়ার ভয় পাচ্ছেন, এহেন জল্পনাও তুঙ্গে উঠেছে। এর মধ্যেই শাহের সঙ্গে বৈঠকের পরেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বীরেন সিং৷ তবে রবিবার পদত্যাগ করলেও তাঁর উত্তরসুরি নির্বাচন করে উঠতে পারেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই জল্পনার মধ্যেই এবার মণিপুরে আপাতত রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
জাতিদাঙ্গায় বিধ্বস্ত মণিপুর। এহেন পরিস্থিতিতে সোমবার থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরুর কথা ছিল। রবিবার গভীর রাতে রাজ্যপাল অজয় ভাল্লা অধিবেশন স্থগিত করে দিয়েছেন। রাষ্ট্রপতি শাসনের বিষয়ে কেন্দ্র এখন রাজ্যপালের রিপোর্টের অপেক্ষায় আছে। জানা যাচ্ছে, রাষ্ট্রপতি শাসন জারি করে নতুন মুখ্যমন্ত্রী বাছাইয়ে ভাবনাচিন্তা করে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। বীরেন সিং বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করলেও কেন্দ্র সেই পথে নাও এগতে পারে।

উল্লেখ্য, বিধানসভার স্পিকার এবং নগরোন্নয়ন মন্ত্রীর নাম পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে আলোচনায় রয়েছে বলে খবর মিলছে। তবে জানা যাচ্ছে, জাতিদাঙ্গায় বিধ্বস্ত মণিপুরের নেতা বাছতে তাড়াহুড়ো করতে চান না বিজেপির শীর্ষ নেতৃত্ব।