মাত্র পাঁচ দিনে মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সাত জন। কারণ ঘিরে ঘনিয়েছে রহস্য। বিজেপিশাসিত ছত্তিশগড়ের বিলাসপুরের একটি গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে বিতর্কের ঝড়। বিষমদ না খাবারে বিষক্রিয়া? উঠছে প্রশ্ন। ঠিক কী কারণে মৃত্যু ঘটেছে, তা খতিয়ে দেখছে রাজ্যের স্বাস্থ্যদফতর। গ্রামবাসীদের দাবি, বিষমদের থেকে সকলের মৃত্যু হয়েছে। মৃতদের সকলেরই বয়স আনুমানিক ৩৫ থেকে ৬০ বছরের মধ্যে। নিজেদের গাফিলতি আড়াল করতে গ্রামবাসীদের অভিযোগ নস্যাৎ করেছে জেলা প্রশাসন। প্রশাসনের দাবি, বিলাসপুরের লোফান্দি গ্রামের একটি অনুষ্ঠানের খাবার থেকেই নাকি বিষক্রিয়া হয়েছে। তবে গ্রামের প্রধান খাবারে বিষক্রিয়ার কথা না মেনে দাবি করেন, বিয়ের অনুষ্ঠানে মদ্যপানের আসর বসেছিল। ফলত তার থেকেও কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঠিক কী কারণে পাঁচ দিনের মধ্যে সাত জনের মৃত্যু হল, তা নিয়ে ইতিমধ্যেই তীব্র উৎকণ্ঠায় এলাকাবাসীরা।
প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি উক্ত গ্রামে দেবপ্রসাদ পটেল এবং শত্রুঘ্ন দেওয়াঙ্গন নামের দু’জনের মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসে। তার দু’দিন পর আরও পাঁচ জন গ্রামবাসীর মৃত্যু হয়। এদের মধ্যে এক জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। মৃত্যুর কারণ হিসাবে হাসপাতালের তরফে হৃদ্রোগের বলা হয়। কিন্তু এই অবস্থায় কীভাবে প্রশাসনের অলক্ষ্যেই দেহ সৎকার করা হল, এই নিয়ে উঠছে প্রশ্ন। দাহকাজ হয়ে যাওয়ার ফলে ময়নাতদন্তের কোনও সুযোগ ছিল না। তবে এক জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হয়ে যাবে মৃত্যুর কারণ।
