মুম্বাই: সরকার গঠনের পর থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ দেখাদেখি নেই উপ মুখ্যমন্ত্রীর। রাজনৈতিক মহলে চলছে গুঞ্জন। তবে কি মহারাষ্ট্র জোট সরকারের অন্দরে কিছুই ঠিক নেই? কয়েকদিন আগেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গরহাজির ছিলেন উপ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সোমবার ফের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের ডাকা বৈঠকে এড়িয়ে গেলেন তিনি। বিরোধীদের দাবি, ফড়নবিশের কাছে মুখ্যমন্ত্রীর কুর্সি খোয়ানোর বিষয়টি মেনে নিতে পারেননি সিন্ধে।
আবার অন্যদিকে, শিবসেনার দাবি, রাজ্যের উন্নয়ন ক্ষতিগ্রস্ত এই দুই নেতার একতা না থাকায়। সোমবার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনার জন্য বৈঠক ডেকেছিলেন ফড়নবিশ। এরমধ্যে একটি ছিল গৃহনির্মাণ সংক্রান্ত। হাউজিং ডিপার্টমেন্ট রয়েছে সিন্ধের হাতে। সেখানে সিন্ধের অনুপস্থিতি নানা মহলে প্রশ্ন তুলে দিয়েছে।

জানা গিয়েছে, একনাথ সিন্ধের হয়ে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী যোগেশ কদম। কিন্তু তা জল্পনার আগুনে জল ঢালতে পারেনি। যদিও তবে পুরো বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি সিন্ধের দলের সাংসদ নরেশ মহাস্কা। তিনি জানান, ‘পরিবারের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় বৈঠকে যাননি সিন্ধে। তাঁর অসন্তোষের জল্পনা অর্থহীন। উদ্ধব থ্যাকারেরা এই নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছেন।’ তবে তাতেও গুঞ্জন কিন্তু থামছে না। এ প্রসঙ্গে শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত বলেন, একনাথ সিন্ধে এবার টের পাবেন বিজেপি আসলে কি রকম! বিজেপির মহাযুতি সরকারের অন্তর্বতী ভাঙণ মহারাষ্ট্রের কি চেহারা বদলায় তা-র দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।