কলকাতা : বুধবার থেকেই শুরু বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। বাংলায় লগ্নির লক্ষ্যে বড়সড় ভূমিকা পালন করবে এই সম্মেলন, আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ও বৃহস্পতিবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অষ্টম বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন চলবে। জোড়া সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, বিভিন্ন শিল্পনীতি, বড় অঙ্কের লগ্নি- অনেক আশা জুগিয়ে আজ থেকেই শুরু হতে চলেছে এই সম্মেলন।

বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে যোগ দিতে কলকাতায় আসছেন প্রথম সারির শিল্পপতিরাও। মুকেশ আম্বানি থেকে সঞ্জীব গোয়েঙ্কা হাজির হবেন সকলেই। এই বাণিজ্য সম্মেলনে এবার জোর দেওয়া হবে বড় অঙ্কের লগ্নির ওপর। কোন কোন বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে-
১) স্বাস্থ্য, স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো।
২) বিদ্যুৎ (অচিরাচরিত শক্তির দিকে বাড়তি নজর)।
৩) শিক্ষা।
৪) ক্ষুদ্র, ছোট ও মাঝারি-সহ উৎপাদন ক্ষেত্র।
৫) তথ্যপ্রযুক্তি ক্ষেত্র।
৬) সৃজনশীল অর্থনীতি।
৭) পর্যটন।
৮) আন্তর্জাতিক বাণিজ্য।
উল্লেখ্য, এবার ৪০টি দেশের প্রায় ২০০ জন বিদেশি অতিথি যোগ দিচ্ছেন বিজিবিএসে। ২০টি দেশ হল ‘পার্টনার’।তাছাড়াও ২৬টি দেশের রাষ্ট্রদূত বা তাঁদের সমতুল্য প্রতিনিধিরা বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন।