কলকাতা: বাংলাদেশ নিয়ে অশান্তির জেরে প্রভাব পড়েছে ভারতেও। অনুপ্রবেশকারী থেকে সন্ত্রাসের ভয় ঠেকাতে ব্যবস্থক নেওয়া হয় সীমান্তে। এমতাবস্থায় পশ্চিমবঙ্গের সুরক্ষা বজায় রাখতে জায়গায়-জায়গায় কাঁটাতার বসানো হয়েছে। এই কাঁটাতারের প্রাচীর নিয়ে অশান্তিও কম হয়নি। এহেন পরিস্থিতিতে এবার বিএসএফকে সাহায্যের হাত বাড়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
জানা যাচ্ছে, সীমান্ত সুরক্ষা বজায় রাখতে আরও তিন জায়গা বিএসএফ কে জমি দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই সমস্ত জমি ব্যবহার করা হবে বেড়া দেওয়ার কাজে। রাজ্যের তরফ থেকে বিএসএফকে সাহায্যের হাত বাড়িয়ে জলপাইগুড়ি বিন্নাগুড়িতে ০ .০৫ একর। মালদা নারায়ণপুর ১৯.৭৩ একর জমি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এই প্রথমবার নয়, এর আগেও বিএসএফকে নদিয়ার করিমপুরে জমি দিয়েছিল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি, সিদ্ধান্ত হয় উত্তরবঙ্গের তিনটি হোম স্টে-কে সরকারের হেফাজতে থাকা চা বাগানের জমি দেওয়ার ব্যাপারে।