নয়াদিল্লি: শনিবারই তৃতীয় মেয়াদের মোদী সরকারের বাজেট পেশ করা হয়েছে। মধ্যবিত্ত থেকে বিনিয়োগকারী সকলেই প্রত্যাশার সঙ্গে বাজেটের দিকে তাকিয়ে। তবে করদাতাদের কিছুটা স্বস্তির খবর মিললেও শেয়ার বাজারে কিন্তু বাজেটের প্রভাব ইতিবাচক দিশা দেখাল না। বিগত কিছু মাস ধরে শেয়ার বাজারে পতন দেখা গিয়েছে। বিশেষত সে কারণেই বাজেটের দিকে প্রত্যাশার সঙ্গে তাকিয়েছিল বিনিয়োগকারীরা। দুর্দান্ত বৃদ্ধি আনবে এই বাজেট! সে আশায় জল ঢেলে স্টক মার্কেটের পতন অব্যাহত। এমনকি আগামীতেও কোনও ইতিবাচক প্রভাব পড়বে না শেয়ার বাজারে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
বাজেট নিয়ে প্রত্যাশার কারণেই স্টক মার্কেটে বৃদ্ধি দেখা যায়। তবে বাজেট পেশের পরে বেশ কিছুটা সময় অতিক্রান্ত হতেই বিনিয়োগকারীরা বাজেটের বিষয় ভুলে যাবেন। পাশাপাশি বাজেটের প্রভাব শেয়ার বাজার থেকে সরে যাবে আগামীতে, এমনটাই আশঙ্কা করছেন অ্যালকেমি ক্যাপিটালের ডিরেক্টর তথা সিআইও হিরেণ বেদ।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে হিরেণ জানিয়েছেন, বাজেট কে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে যে প্রত্যাশা ছিল তা ইতিমধ্যেই ধাক্কা খেয়েছে। তাঁর ধারণা পরবর্তী দুই থেকে তিনদিনের মধ্যে বিনিয়োগকারীরা বাজেটের বিষয়ে ভুলে যাবেন। সকলেই আবার মৌলিক বিষয়গুলিতে ফিরে আসবেন। এটাই সবসময় হয়ে থাকে।
হিরেণ বেদের কথায় স্পষ্ট যে, বাজেট মধ্যবিত্তদের জন্য করা হয়েছে, বিনিয়োগকারীদের খুব একটা সুবিধা করছে না এই বাজেট। তবে তাঁর এই মন্তব্যের সাপেক্ষে আরেক দল বিশেষজ্ঞদের মতামত দেখলে, সেখানে আবার বলে হচ্ছে আয়করে ছাড় কিংবা বিমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ১০০ শতাংশ ছাড় এর কোনোটিই দেশের জিডিপিতে প্রভাব ফেলবে না। ইতিমধ্যেই রুপির মান পড়তে শুরু করেছে। আগামীতে তা আরও পড়তে পারে বলেও সম্ভাবনা। দেশের অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে এই বাজেট লাভজনক নয় বলেও আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা।