প্রয়াগরাজ: সম্প্রতি মহাকুম্ভে পুণ্যার্থীদের মৃত্যু নিয়ে তোলপাড় লোকসভা। বিরোধীদের তরফ থেকে মৃত্যু সংখ্যা গোপন করার অভিযোগ এনে জবাব চাওয়া হয় কেন্দ্রের কাছে। মহাকুম্ভে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের, এমন তথ্য প্রকাশ করলেও বেসরকারি মতে এই সংখ্যা শতাধিক বলে জানা গিয়েছে। এর মধ্যেই আবার ফের মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা। হট এয়ার বেলুন মাটিতে আছড়ে পড়ায় ঝলসে গেলেন ৬ জন পুণ্যার্থী।
সোমবার মহাকুম্ভে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। হট এয়ার বেলুন আছড়ে পড়ে ঝলসে যান ৬ পুণ্যার্থী। এর মহদ্যে রয়েছে ২ কিশোর। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা যাচ্ছে, মহাকুম্ভ মেলার মহাকুম্ভ মেলার ২০ সেক্টরের আখাড়া মার্গের কাছে হট এয়ার বেলুনে চেপে উড়ছিলেন ৬ জন। হিলিয়াম গ্যাসে ভরা বেলুন আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে বিকট আওয়াজ হয়। মাটিতে আছড়ে পড়ে দাউদাউ করে আগুন ধরে যায় বেলুনে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খুব বেশি উঁচুতে উঠতে পারেনি বেলুনটি। আরও বেশি উঁচুতে বেলুন ফাটলে দুর্ঘটনা আরও ভয়াবহ আকার নিতে পারত। ঘটনার সময়ে বেলুনের বাস্কেটে ছিলেন ৬ জন পুণ্যার্থী। তাঁদের মধ্যে ১৩ এবং ১৬ বছরের দুই কিশোর ছিল। আরও চারজন ছিলেন বাস্কেটে। বেলুনে আগুন লেগে যাওয়ার ফলে সকলেই ঝলসে যান। সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। আপাতত চিকিৎসাধীন রয়েছেন আহতরা।
প্রসঙ্গত, একদিকে মহাকুম্ভের মৃত্যু মিছিল নিয়ে উত্তাল রাজ্যসভা তথা সংসদ অধিবেশন। সোমবার কুম্ভে পুণ্যার্থীদের মৃত্যুর সংখ্যা চাওয়া হয় কেন্দ্রের কাছে। জবাব চাওয়া হয় এত মৃত্যুর। বেসরকারি মতে মৃত্যুর সংখ্যা শতাধিক। বারবার প্রশ্ন ওঠার পরেই এরকম দুর্ঘটনা ফের মহাকুম্ভের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নকে উস্কে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।