বুধবার থেকেই শুরু হয়ে যাচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। দুদিন ব্যাপী চলবে এই মেগা ইভেন্ট। জোরকদমে চলছে শেষ লগ্নের প্রস্তুতি। রাজ্যে নতুন বিনিয়োগ টানা ও বিপুল কর্মসংস্থানের দরজা খুলে দেওয়াই মূল লক্ষ্য রাজ্য সরকারের। সম্মেলন শুরুর ঠিক আগে আজ, মঙ্গলবার নবান্নে আরও একবার বৈঠকে বসছে রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে অনুষ্ঠিতব্য এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সব দফতরের মন্ত্রীদের।
সম্মেলন-সংক্রান্ত বিষয় নিয়েই আলোচনা হবে এই বৈঠকে। এরপরে মুখ্যমন্ত্রী নিউ টাউনের ইকো পার্কে শিল্পপতি-সহ বিভিন্ন বণিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে চা-চক্রে মিলিত হবেন। সম্মেলনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে চূড়ান্ত আলোচনা হবে সেখানে। এবারের সম্মেলনে যেমন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দলদের মতো দেশের শীর্ষস্থানীয় শিল্পপতিরা থাকবেন, তেমনই থাকবেন রাজ্যের বিশিষ্ট শিল্পপতিরা। থাকছেন জার্মানি, জাপান তথা ইউরোপের বণিকমহল। আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ভুটানের রাজাও।
প্রসঙ্গত, এবারের সম্মেলনে যোগ দিচ্ছে ২০টি দেশ। সম্মেলন থেকেই এআই হাব নিয়ে সিদ্ধান্ত হতে পারে। সেমি কন্ডাক্টর, বস্ত্র-চর্ম শিল্প, পর্যটন, ভারী শিল্পে লগ্নি টানায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। জমি এবং বিদ্যুৎ বাংলায় যথেষ্ট পরিমাণে থাকায় শিল্পপতিরাও বাংলাকে নিয়ে নতুন করে আগ্রহ দেখাচ্ছেন। লগ্নি বাড়ছে। আগামী দু’দিনে বিপুল লগ্নি এবং আরও কর্মসংস্থানের পথ খুলে যাবে বলেই আশাবাদী রাজ্য।