চব্বিশের লোকসভা নির্বাচন থেকে শুরু করে রাজ্যে একের পর এক ভোটে ভরাডুবির পর থেকে আভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত বঙ্গ বিজেপি। বারবার প্রকাশ্যে আসছে মতানৈক্য। দলবিমুখ হচ্ছেন অনেক নেতারাই। ক্রমশ বেআব্রু হয়ে উঠছে সংগঠনের কঙ্কালসার চেহারা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সম্পর্ক যে মোটেই সন্তোষজনক নয়, রাজনৈতিক মহলে তা প্রায় সর্বজনবিদিত। এবার ফের প্রকাশ্যে এল শুভেন্দু ও সুকান্তের দ্বন্দ্বের প্রতিচ্ছবি। দু’দিন আগে সল্টলেকের কর্মসূচিতে সুকান্তর সঙ্গে শুভেন্দু যে যাবেন না তা প্রকাশ্যেই বলে দিয়েছিলেন। মঙ্গলবার ছিল দলীয় বৈঠক। সেখানে ছিলেন না শুভেন্দু।

স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কেন অনুপস্থিত তিনি? সুকান্তর জবাব, দলের বৈঠকে উনি নাকি ‘কমফোর্ট ফিল’ করেন না! শুভেন্দু কেন থাকেন না তার উত্তর দিতে গিয়ে সুকান্ত বলছেন, “দলের বৈঠক দীর্ঘক্ষণ হয়। ওনার কর্মসূচি থাকে। বহু ঘুরতে হয়। ব্যস্ত নেতা তো! সময় কোথায়!” সুকান্তর এমন খুল্লামখুল্লা কটাক্ষের সপাট জবাব দিয়েছেন শুভেন্দু। “আমি বিরোধী দলনেতা। আমার কাজ সম্পর্কে আমি সচেতন। কাউকে শেখাতে হবে না। আমি কোনও সাংগঠনিক পদে নেই”, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাফ জানিয়েছেন তিনি।




