Trinamool বছরের পর বছর কেটে গেলেও কাটেনি অন্ধকার। বিজেপিশাসিত উত্তরপ্রদেশে নারীসুরক্ষা ও নারীনিরাপত্তার পরিস্থিতি রয়ে গিয়েছে সেই তিমিরেই। ক্রমশ পাল্লা দিয়ে বেড়েছে নারীনির্যাতন ও ধর্ষণের ঘটনা। বেআব্রু হয়ে উঠেছে প্রশাসনের ব্যর্থতা। আরও একবার ফুটে উঠল সেই চিত্র। একেই ধর্ষকদের মুক্তাঞ্চল হয়ে উঠছে এই রাজ্য। তার উপরে পুলিশের ভূমিকা ক্রমশই আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের কাছে। ধর্ষকের কঠিন শাস্তির ব্যবস্থা না করে উলটে সেই ধর্ষকের সঙ্গেই বিয়ের জন্য নির্যাতিতার উপরে চাপ দিচ্ছে পুলিশ। সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী হল যোগীরাজ্য। গত বছরের ১০ মার্চ থেকে ১৯ বছরের এক তরুণীকে দিনের পর দিন ধরে ধর্ষণ করে সাজিদ আলি নামে গ্রামেরই বছর ৩৫এর এক বিবাহিত ব্যক্তি। নির্যাতিতা পুলিশের কাছে অভিযোগ করবেন বলে জানালে ধর্ষক আপত্তিকর ভিডিও অনলাইনে ভাইরাল করে দেওয়ার ভয় দেখায়।
Read More: নতুন নজির গড়ল রাজ্য – সাড়ে ৭ কোটির টাকার ব্যবসা খাদি মেলায়
এরপর তরুণী থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে কোনও ব্যবস্থা তো নেয়ইনি, উলটে অভিযুক্তকে বিয়ে করার জন্যই চাপ দেয় নির্যাতিতার উপরে। ইতিমধ্যে গর্ভবতী হয়ে পড়েন নির্যাতিতা। লক্ষণীয়, নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে বাধ্য হওয়ার পরে নির্যাতিতা জানতে পারেন অভিযুক্ত বিবাহিত। আগেই বিয়ে হয়েছে তার। শেষপর্যন্ত তার বিরুদ্ধে গত ৩ জানুয়ারি আবার পুলিশে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। উক্ত ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহিতে, কোতোয়ালি থানা এলাকায়। এই ঘটনার তীব্র নিন্দা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। “বিজেপির ডবল ইঞ্জিন রাজ্য মানেই ধর্ষকদের জঙ্গল রাজ! আর সেই ধর্ষকদের বাঁচাতে সদা তৎপর প্রশাসন! উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের পুলিশ ধর্ষকের কঠিন শাস্তির ব্যবস্থা না করে, উল্টে পাশবিক অত্যাচারের শিকার মহিলাকে অভিযুক্ত ধর্ষকের সঙ্গে বিয়ে করতে চাপ দিচ্ছে”, এক্স হ্যান্ডলে এমনই মন্তব্য করা হয়েছে দলের তরফে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1876646807494881759?s=19




