Parliament প্রায় নিষ্ফলাভাবেই শেষ হয়েছে আঠারোতম লোকসভার শীতকালীন অধিবেশন। সদ্যসমাপ্ত এই অধিবেশনে ১৮ ডিসেম্বর পর্যন্ত রাজ্যসভা চলেছে সব মিলিয়ে ৪৩ ঘন্টা। তার মধ্যে বিল নিয়ে আলোচনায় ব্যয় হয়েছে দশ ঘন্টা সময়। সংবিধান নিয়ে বিতর্ক-আলোচনা চলছে সাড়ে সতেরো ঘন্টা। বাকি সাড়ে পনেরো ঘন্টার মধ্যে একাই সাড়ে চার ঘন্টা কথা বলেছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর! যা বাকি সময়ের প্রায় ত্রিশ শতাংশ। এ নিয়ে ইতিমধ্যেই বইছে বিতর্কের ঝড়।
Read More: কর্মসংস্থানেই বিশেষ জোর – একাধিক উদ্যোগ নিচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর
ধনকরকে কটাক্ষ দিতে ছাড়েনি তৃণমূল। “জগদীপ ধনখড় কি নতুন রেকর্ড গড়েননি?”, রাজ্যসভার চেয়ারম্যানকে একহাত নিয়ে এমনই বলেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1870384241537875980
