Bengal বাংলার মুখ্যমন্ত্রী হবার পর থেকেই স্বাস্থ্যক্ষেত্রের উন্নতিসাধনে বিশেষভাবে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতোই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তাঁর নেতৃত্বাধীন সরকার। এবার মমতার ভূয়সী প্রশংসায় মুখর হলেন বাবা রাঘবদাস মেডিক্যাল কলেজ হাসপাতালের এনসেফ্যালাইটিস ওয়ার্ডের প্রাক্তন চিকিৎসক কাফিল খান। শনিবার মৌলালি যুবকেন্দ্রে দেশ বাঁচাও গণ মঞ্চের কনভেনশনে তিনি স্পষ্ট জানালেন, ডবল ইঞ্জিনের যোগীরাজ্যের থেকে বাংলার স্বাস্থব্যবস্থা কয়েক যোজন এগিয়ে। পরিকাঠামো থেকে আধুনিক সরঞ্জাম, সবক্ষেত্রেই উত্তরপ্রদেশকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে পরিকাঠামো তৈরি করেছেন, তা কেন্দ্রের সার্বিক সহায়তা পেয়েও করতে পারেনি উত্তরপ্রদেশের সরকার, এমনই মনে করেন কাফিল।
Read More: শিক্ষাক্ষেত্রে নতুন সাফল্যপালক বাংলায় শিরোপায়! – রাজ্যের বিশ্ববিদ্যালয়কে সেরার তকমা দিল ‘ন্যাক’
পাশাপাশি, গোরক্ষপুরের বাসিন্দা ডাঃ কাফিল খানের কথায়, জেলার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো থেকে শহরের সুপার স্পেশালিটি হাসপাতালের যন্ত্রপাতি সবক্ষেত্রেই যোগী আদিত্যনাথের তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এগিয়ে। উল্লেখ্য, নিজের পকেটের টাকা দিয়ে অক্সিজেন সিলিন্ডার কিনে কাফিল প্রাণ বাঁচিয়েছিলেন অগুনতি শিশুর। তবুও মেলেনি পুরস্কার। উল্টে যোগী আদিত্যনাথের সরকার তাঁকে হাসপাতাল থেকে সরিয়ে দিয়েছিল। বিগত ছ’বছরে তিনবার জেল খাটতে হয়েছে তাঁকে। কাফিলের কথায়, অসংখ্য প্রতিশ্রুতি দিলেও তার কোনওটাই রাখেনি উত্তরপ্রদেশ সরকার। ধর্মীয় বিভাজনের জিগির তুলেই নির্বাচন জেতে তারা। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ দোলা সেন, প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, গায়ক প্রতুল মুখোপাধ্যায়, চিকিৎসক শান্তিরঞ্জন দাশগুপ্ত, ডাঃ সিদ্ধার্থ গুপ্ত প্রমুখ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1868565148073611525




