Mamata Banerjee প্রয়াত হয়েছেন রাজ্যের প্রবীণ আমলা সৌরভ দাস। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “প্রবীণ আমলার প্রয়াণে গভীরভাবে মর্মাহত। একজন দক্ষ প্রশাসক এবং আপাদমস্তক ভদ্রলোক হিসেবে মানুষ তাঁকে চিরকাল মনে রাখবেন। রাজ্য ক্যাডারের প্রাক্তন সচিব সৌরভ দাস”, নিজের এক্স হ্যান্ডলে লেখেন তিনি।
Read More: খোদ শুভেন্দুর গড়েই ‘ক্লিন বোল্ড’ বিজেপি! – কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে বিরাট জয় তৃণমূলের
পাশাপাশি তিনি আরও লেখেন, “১৯৮৬ ব্যাচের এই প্রাক্তন আমলা বর্তমান তৃণমূল সরকার পর্যন্ত সকলের আস্থা অর্জন করেছিলেন। সামলেছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং জনস্বাস্থ্য কারিগরি দফতর। ২০১৭ সালে অবসর গ্রহণের পর মুখ্যমন্ত্রী তাঁকে অফিসার অফ স্পেশ্যাল ডিউটি পদে নিয়োগ করেন। রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান ও রাজ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব সামলেছেন তিনি।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1868558790985187458