NAAC Awards সাফল্যের আরও এক অনন্য পালক যোগ হল রাজ্যের মুকুটে। রাজ্যের বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সকে সেরার স্বীকৃতি দিল কেন্দ্র। খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। লিখেছেন, “রাজের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্স ‘ন্যাক’-এর বিচারে এ+ স্বীকৃতি পেয়েছে। নানা বিষয়ের পাশাপাশি এখানে ফরেনসিক সায়েন্স পড়ানো হচ্ছে। লন্ডনের কিংস কলেজ এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে এই বিশ্ববিদ্যালয়। এদিন সেই প্রচেষ্টাও স্বীকৃতি পেল।”
Read More: বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের ঢল – মালদহে শক্তিবৃদ্ধি ঘাসফুল শিবিরের
উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয় পড়তে আসা আর্থিকভাবে দুস্থ পড়ুয়াদের মধ্যে পাঁচ শতাংশদের টিউশন ফি মকুব করে দেয় রাজ্য। এই বিষয়টি উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। “দেশের মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্স একমাত্র আইন বিশ্ববিদ্যালয় যেখানে আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের টিউশন ফি মকুব করে। অর্থাৎ সবমিলিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যে ক্রমে এগিয়ে চলেছে তা মেনে নিতে বাধ্য হচ্ছে কেন্দ্রও”, নিজের লেখায় তা উল্লেখ করেছেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1868563257843486817




