আলু রফতানি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানালেন, রাজ্যের চাহিদা মিটলে তবেই অন্য রাজ্যে আলু পাঠানোর অনুমতি দেওয়া হবে। বিধানসভায় দাঁড়িয়ে আজ আরও একবার এ বিষয়ে রাজ্য সরকারের কঠোর অবস্থান স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মমতা। হিমঘর থেকে আলু না বের করার ব্যাপারে আলু ব্যবসায়ী সংগঠনের সিদ্ধান্তের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহলঌ রাজ্যে আলু ও পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে এদিন বিধানসভায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, সবটা সরকারের হাতে নেই। আলু উৎপাদনে রাজ্য দ্বিতীয়। কিন্তু কিছু ব্যবসায়ী রাজ্যে উৎপাদিত আলু বাইরে পাঠিয়ে দিচ্ছে। পেঁয়াজের ক্ষেত্রে আগে এমনটা হত না। কিন্তু এখন হচ্ছে।
এই কারণেই রাজ্যে আলুর দাম বাড়ছে বলে তবে ভিনরাজ্যে আলু ও পেঁয়াজ পাঠানোর ক্ষেত্রে রাজ্যের সার্থকে অগ্রাধিকার দিতে হবে বলে সাফ জানিয়েছেন মমতা। “আলুর দাম বাড়লে আমরা কিনে সুফল বাংলায় সাপ্লাই করি। কিন্তু কিছু লোক বাইরে রফতানি করছে নিজেদের ব্যবসার জন্য। বাংলার চাহিদার ৭৫% পেঁয়াজ এখানে উৎপাদন হয়। সেখান থেকেও লোকে বাইরে পাঠাচ্ছে। ফলে দাম বাড়ছে। মধ্যবিত্তের সমস্যা বাড়ছে। এটা হবে না। আগে বাংলা পাবে, তার পর বাকিরা”, স্পষ্ট বক্তব্য মুখ্যমন্ত্রীর।