রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের উন্নতিসাধনে ফের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার আসানসোল-বরাকর এলাকার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের স্বার্থে ৫ কোটি ২৬ লক্ষ টাকা খরচ করে একটি ৩০ শয্যার হাসপাতাল গড়ে তোলা হচ্ছে। আরবান কমিউনিটি হেলথ সেন্টার হিসেবে স্বীকৃতি পাবে এই হাসপাতালটি। হাসপাতালে থাকবেন শিশু ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক এবং সার্জনরা। তৈরি হবে অপারেশন থিয়েটার। আসানসোল থেকে বরাকর প্রায় ২০ কিলোমিটার রাস্তা। ছোটখাটো সমস্যা হলেও বাসিন্দাদের আসানসোল জেলা হাসপাতালে ছুটতে হয়। এই হাসপাতাল গড়ে উঠলে সেই সমস্যা দূর হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
এপ্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস জানান, “আসানসোল থেকে বরাকরের দূরত্ব অনেকটাই। সেখানকার রোগীদের এই সমস্যা মেটাতেই নতুন হাসপাতাল তৈরির উদ্যোগ নেওয়া হয়। আমাদের পাঠানো প্রস্তাব অনুমোদন হয়েছে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটিই বরাকরের মতো গুরুত্বপূর্ণ শহরের একমাত্র ভরসা। এই হাসপাতালে ইনস্টিটিউশনাল ডেলিভারির একাধিক নজির আছে। একাধিকবার হাসপাতালটি পুরস্কৃতও হয়েছে।” উল্লেখ্য, বর্তমানে ওই স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি পুরসভার একটি সুস্বাস্থ্য কেন্দ্রও চলছে। কিন্তু বরাকরের জনবসতি এবং বাণিজ্যিক গুরুত্বর দিক বিবেচনা করলে এটা তা নগণ্য। এবার তাই স্বাস্থ্য দফতর শহরের সরকারি স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দিয়েছে। এখনও বরাকর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৪০ থেকে ৫০টি ডেলিভারি হয় মাসে। বিষয়টি মাথায় রেখেই প্রস্তাবিত হাসপাতালে শিশু ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। ফলত গর্ভপাতজনিত জটিল সমস্যারও সমাধান সম্ভব হবে। পাশাপাশি ছোট অপারেশনগুলিও এখানে হলে মানুষের হয়রানি অনেক কমবে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বরাদ্দ টাকা আসবে দুই পর্যায়ে। এর মধ্যে প্রথম পর্যায়ের টাকা এসেছে। তাই এবার দ্রুত কাজ শুরু হবে বলেই আশাবাদী জেলা স্বাস্থ্য দফতর ও এলাকাবাসী।