কেন্দ্রীয় সরকার উচ্ছেদ করেছে তাঁদের। আর জমি ফিরিয়ে দিল শিলিগুড়ি পুরনিগম। প্রসঙ্গত, মাটিগাড়া থেকে শালুগাড়া পর্যন্ত চার লেনের রাস্তার কাজ শুরু হয়েছে। ফলত রাস্তা সম্প্রসারণে কোপ পড়েছে পাশে থাকা বাড়িগুলির ওপর। জমি হারিয়েছেন বহু বাসিন্দা। অথচ এতে ন্যূনতম ভ্রূক্ষেপ নেই কেন্দ্রীয় সরকারের। এবার সেই বাস্তুহারাদের পাশে দাঁড়াল শিলিগুড়ি পুরনিগম। বৃহস্পতিবার ৩১টি পরিবারের হাতে জমির পাট্টা তুলে দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ছিলেন মেয়র পারিষদ এবং আধিকারিকরাও।

এদিন মেয়র গৌতম দেব বলেন, “কেন্দ্রের রাস্তা তৈরির ফলে জমিহারা ৪৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ইতিমধ্যেই রাজ্যের তরফে জমি দেওয়া হয়েছে। আগামীতে বাংলার আবাস যোজনায় পরিবারগুলিকে সেখানে ঘর তৈরি করে দেওয়া হবে। এবার ৪৫ ও ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হল জমির পাট্টা।” জমির পাট্টা হাতে পেয়ে মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন বাসিন্দারা। “কেন্দ্র সরকার শুধু মিথ্যাচার করে। মানুষের পাশে তারা নেই। রাস্তার কাজ করতে গিয়ে এতগুলো পরিবারকে পথে বসিয়েছিল কেন্দ্র সরকার। রাজ্য সরকার পাশে দাঁড়িয়েছে। মেয়র গৌতম দেব পাশে দাঁড়িয়েছেন”, জানান তাঁরা।




