সংসদে ফের বড় বিপাকে পড়ল মোদী সরকার ও শাসকদল বিজেপি। চলতি সপ্তাহের শেষেই সংসদে পেশ হওয়ার কথা জেপিসি রিপোর্ট৷ তার আগেই জেপিসির ভূমিকা নিয়ে সুর চড়াল বিরোধী দলগুলি। তৃণমূল কংগ্রেসের চাপে ওয়াকফ সংশোধন সংক্রান্ত জেপিসির মেয়াদ বৃদ্ধি করতে রাজি হলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সোমবার সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে জেপিসি এবং তার চেয়ারম্যান জগদম্বিকা পালের আচরণ নিয়ে তোপ দাগেন বিরোধী শিবিরের জেপিসি-সদস্যরা৷ যাবতীয় সংসদীয় পরম্পরা ও রীতি ভেঙে সংখ্যালঘুদের অধিকার খর্ব করে ওয়াকফ সংশোধনী বিল পাসের চেষ্টা যে তাঁরা কোনওভাবেই বরদাস্ত করবেন না, তা অধ্যক্ষকে স্পষ্টভাষায় জানিয়ে দেন বিরোধী সাংসদরা৷ এই প্রসঙ্গেই জেপিসির মেয়াদ বৃদ্ধির দাবি জানানো হয়।
এরপরই বিরোধী শিবিরের অনড় মনোভাব বুঝতে পেরেই লোকসভার স্পিকার ওম বিড়লা জানিয়েছেন তিনি জেপিসির মেয়াদ বৃদ্ধি করার চিন্তা করছেন৷ বিরোধী শিবির বিশেষত তৃণমূল কংগ্রেসের চাপে পড়েই ওয়াকফ বিল নিয়ে যে পিছু হটতে চাইছে মোদী সরকার, তার আভাস মিলেছে লোকসভার স্পিকারের এদিনের অবস্থানেই, দাবি সংসদীয় সূত্রের৷ এই আবহে সরকার শেষ পর্যন্ত জেপিসির মেয়াদ বাড়ায় কি না, সেদিকেই এখন তাকিয়ে বিরোধীরা।