কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা। শিলিগুড়িবাসীকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০২৪-এর মধ্যে বাড়ি বাড়ি পৌঁছ যাবে বিশুদ্ধ পানীয় জল। চলতি বছরের শুরু থেকেই সেই কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশমতোই কাজ করছে জেলা প্রশাসন। বুধবার দার্জিলিংয়ের সরস মেলার উদ্বোধন অনুষ্ঠান থেকে শিলিগুড়ির পুর এলাকার বাসিন্দাদের জন্য পানীয় জলের একাধিক প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মঞ্চ থেকেই জনগণের উদ্দেশে মুখ্যমন্ত্রী জানান, জানুয়ারি মাসে তিনি ফের আসবেন। এখানেই পালন করবেন নেতাজীর জন্মদিন। ভার্চুয়াল উদ্বোধনটি সরাসরি সম্প্রচার করা হয় শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে।
প্রসঙ্গত, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার প্রমুখ। মেয়র বলেন, পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। আগামী সাত থেকে আট মাসের মধ্যে শহরের বাসিন্দারা পানীয় জল পাবেন। এই প্রকল্পের জন্য রাজ্য বনদফতরের সঙ্গে জমি সমস্যা মিটিয়ে কাজ সম্পন্ন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই কাজগুলি হচ্ছে। মেয়র আরও বলেন, ডিসেম্বর পর্যন্ত সময় নেওয়া হয়েছে এরপর বড় প্রজেক্টগুলিতে হাত দেওয়া হবে। চলছে আরও একাধিক কাজ।
