ফের বড়সড় বিতর্কের কেন্দ্রে বিজেপিশাসিত উত্তরপ্রদেশ। প্রশ্নের মুখে পড়ল স্বাস্থ্যব্যবস্থা। কাঠগড়ায় যোগীরাজ্যের সরকারি চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক। মদ্যপ অবস্থায় রোগীর অস্ত্রোপচারের পরে মাথার ভিতরেই তিনি রেখে দিলেন সূচ! ঘটনাটি হাপুরের একটি সরকারি হাসপাতালের। প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ও মারামারি করে মাথা ফাটিয়ে সরকারি চিকিত্সাকেন্দ্রে আসা বছর এক অষ্টাদশী তরুণীর মাথায় সেলাই করে ব্যান্ডেজ বেঁধে দেন চিকিত্সক ও নার্সেরা৷ বাড়ি ফেরার পরে তরুণীর মাথায় মারাত্মক যন্ত্রণা শুরু হওয়ায়, তাঁকে তাঁর বাড়ির লোক নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যান৷
এরপর সেখানে এক্স রে করার পরে দেখা যায়, তরুণীর মাথায় সেলাইয়ের সঙ্গেই আটকে আছে একটি সূচ৷ এর পরেই তড়িঘড়ি বার করে দেওয়া হয় ওই সূচ। সুস্থ হন ওই তরুণী৷ গোটা ঘটনায় অভিযুক্ত সরকারি চিকিত্সাকেন্দ্রের ডাক্তারের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছে তরুণীর পরিবারের তরফে৷ কিন্তু এখন পর্যন্ত কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি অভিযুক্তের বিরুদ্ধে। বিভাগীয় কোনও তদন্তেরও নির্দেশ দেয়নি স্বাস্থ্যদফতর। এই ঘটনায় স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় বইছে রাজ্যজুড়ে। আরও একবার খুল্লমখুল্লা হয়ে উঠেছে যোগী সরকারের অকর্মণ্যতা।