ধর্ষণের নৃশংসতা কার্যত দৈনন্দিন হয়ে উঠেছে বিজেপিশাসিত উত্তরপ্রদেশে। যোগীর ‘রামরাজ্যে’ প্রায় প্রত্যহই যৌন নিগ্রহের ঘটনা প্রকাশ্যে আসছে। রেহাই পাচ্ছে না নাবালিকারাও। এবার পাশবিক যৌন নির্যাতনের শিকার হল এক নাবালক। বাড়ি থেকে তিন জন তাকে ডেকে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। দু’জন পথচারীর চোখে পড়তেও তারা শিশুটির সাহায্যে এগিয়ে আসেনি। উল্টে তারাই সেই যৌন নিগ্রহের ভিডিও তুলেছে! ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় নিমেষের মধ্যেই। ১৯ সেপ্টেম্বর ঘটনা ঘটলেও প্রায় দুই সপ্তাহ পরেও গ্রেফতার হয়নি কেউ। অভিযোগ পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ পকসো-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে।
প্রসঙ্গত, ২৬ সেপ্টেম্বর শিশুর পরিবার বিষয়টি জানতে পারে। নাবালকের শারীরিক অবস্থার অবনতি হওয়ার ফলেই ঘটনা সম্পর্কে তারা জানতে পারে। ব্যথায় চিৎকার করছিল সে। নাবালকের ঠাকুরদা জানতে পারেন, যে সে বিকৃত যৌন লালসার শিকার হয়েছে। তিনি এফআইআরে স্পষ্ট করে জানিয়েছেন, অভিযুক্তদের অন্যতম আর্শ জুনেদ তাঁর নাতিকে ভুলিয়ে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে অন্য দুই অভিযুক্ত মোবিন ও শামিম ছিল। এরপর তিনিজন মিলেই সেখানে শিশুটিকে চূড়ান্ত যৌন নিগ্রহ করে। দু’জন পথচারী ওই ভিডিও রেকর্ড করে আপলোড করে। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্তদের বাড়িতে শিশুর ঠাকুরদা কিছু লোকজনকে নিয়ে যান। কিন্তু অভিযুক্তরা পাল্টা তাঁদের হত্যার হুমকি দেয়। সূত্রের খবর, তার পরেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ এখনও তাদের ধরতে পারেনি। প্রশ্নের মুখে যোগী-প্রশাসন। একের পর এক এমন ঘটনা স্বাভাবিকভাবেই বেআব্রু করে তুলেছে তাদের অপদার্থতাকে।