বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই রাজ্যবাসীর জন্য একাধিক জনমুখী, উন্নয়নমূলক ও সমাজকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পকে সম্মান জানাতেই সোমবার অভিনব কর্মসূচি পালন করল তৃণমূল মহিলা কংগ্রেস। কলকাতা-সহ প্রত্যেকটি সাংগঠনিক জেলায় কমপক্ষে ৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে শামিল হলেন রাজ্যের মহিলা তৃণমূল নেতৃত্ব। কলকাতাতেও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে বিড়লা প্লানেটোরিয়াম থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত মানববন্ধনের পর সেখান থেকে মিছিল করে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত সুদীর্ঘ মিছিল করেন উত্তর ও দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল নেতৃত্ব। ছিলেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা, বীরবাহা হাঁসদা, শিউলি সাহা, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী-সহ অন্য মহিলা তৃণমূল-নেতৃত্ব।
বিগত তেরো বছর ধরে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরন্তর রাজ্যের নারী-সুরক্ষা ও নারী-ক্ষমতায়নে উল্লেখযোগ্য, দৃষ্টান্ত স্থাপন করছেন, তার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। কলকাতার পাশাপাশি দার্জিলিং থেকে ডায়মন্ডহারবার, রাজ্য জুড়ে ৩৫টি সাংগঠনিক জেলায় মোট ১৭৫ কিলোমিটারের মানববন্ধন করা হয়। জেলায় জেলায় তৃণমূল মহিলা কংগ্রেসের এই মানববন্ধনের মূল স্লোগান ছিল, “আমার হাত তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে।” মানববন্ধনের আগে প্রচারপুস্তিকা প্রকাশ করে বর্তমানে রাজ্যের মা-বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী-সহ যে সাতটি প্রকল্প রয়েছে, তা বাস্তবায়িত করার জন্য ধন্যবাদ জানানো হয় মুখ্যমন্ত্রীকে।