Doctors Association আর জি কর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের ক্রমাগত কর্মবিরতির জেরে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। সম্প্রতি চিকিৎসার অভাবে প্রাণহানি ঘটেছে কোন্নগরের যুবক বিক্রম ভট্টাচার্যের। এদিকে চিকিৎসক সংগঠনের তরফে দাবি করা হয়, বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ মিথ্যে। এবার ডক্টর ফোরামের সদস্য পূর্ণব্রত গুইনকে ফোন করে সরাসরি চ্যালেঞ্জ করে বিক্রমের মা কবিতাদেবী জানালেন, “আপনারা মিথ্যে কথা বলছেন।” মৃতের মায়ের ফোন পেয়ে অস্বস্তিতে চিকিৎসক সংগঠন। যদিও এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি তাঁদের তরফে।
কবিতাদেবী এও মনে করিয়ে দিয়েছেন, ঘটনার দিন ঠিক কী কী ঘটেছিল। ছেলেকে নিয়ে আর জি করের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটেও চিকিৎসার ব্যবস্থা করতে পারেননি তিনি। “ডাক্তারবাবুরা যদি বলেন বিনা চিকিৎসায় মৃত্যু হয়নি, তাহলে তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। সেদিন হাসপাতালে যারা ছিলেন আহত ছেলেকে সঙ্গে নিয়ে তাঁদের কাছে বার বার অনুরোধ করি, ডাক্তার কোথায়? কিন্তু কেউ কিছুই জানায়নি। আমি আমার ছেলেকে নিয়ে প্রায় তিন ঘণ্টা নিয়ে ছোটাছুটি করেছি। কিন্তু কোথাও ডাক্তার ছিল না, না ট্রমা কেয়ারে ছিল, না আউটডোরে। এখন ডাক্তারবাবুরা মিথ্যা কথা বলছেন। তাঁরা চিকিৎসা করেননি। যার জেরে আমার ছেলেকে হারিয়েছি। আর এখন আমাকেও মিথ্যাবাদী বানাচ্ছেন”, জানান তিনি।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1833430599761101139