Supreme Court শীর্ষ আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। প্রসঙ্গত, সোমবার ছিল আর জি কর মামলার শুনানি। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, সোমবার শুনানি পর্বে অভদ্র আচরণ করার জন্যই প্রধান বিচারপতির বেঞ্চের কাছে তিরস্কৃত হয়েছেন কৌস্তুভ৷ এদিন আর জি কর মামলার শুনানির শেষ লগ্নে কৌস্তভ বাগচী আদালতের মধ্যেই চিৎকার করে বলার চেষ্টা করেন, আর জি কর হাসপাতালে বিনা চিকিৎসায় কোন্নগরের যুবকের মৃত্যু নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন তৃণমূল নেতারা৷
এরপর তাঁর অভিযোগ এবং বাচনভঙ্গি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়৷ কৌস্তভকে থামিয়ে দিয়ে প্রধান বিচারপতি বলে ওঠেন, “আপনি আগে নিজের গলার স্বর নিচু করুন! এটা সুপ্রিম কোর্ট৷ আপনি তিনজন বিচারপতির সামনে দাঁড়িয়ে আছেন৷ আপনি কি এখানে গ্যালারি শো করতে এসেছেন? মনে রাখবেন, আপনি এখানে তিন বিচারপতির বেঞ্চে সওয়াল করতে এসেছেন৷ যাঁরা লাইভ স্ট্রিমে শুনানি দেখছেন, তাঁদের দেখানোর জন্য আসেননি৷” প্রধান বিচারপতির কথার সূত্রেই রাজ্যের আইনজীবী কপিল সিবাল দাবি জানান, তাঁদের কাছে এমন একটি ভিডিও আছে যেখানে পাথর ছুঁড়তে দেখা যাচ্ছে কৌস্তভকে। সবমিলিয়ে এ দিন শীর্ষ আদালত বুঝিয়ে দিল যে, শৃঙ্খলা এবং শিষ্টাচারের প্রশ্নে কোনওরকম আপস করবে না তারা।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1833429018017730695