CISF মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশজুড়ে বিভিন্ন সময় প্রকাশ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনীর নির্মমতার চিত্র। এবার ফের ফুটে উঠল তা। যার জেরে প্রাণ হারাল এক যুবক। রবিবার কুলটি সেল গ্রোথ কারখানায় চুরির সন্দেহে দুই যুবককে বেধড়ক মারধর করে সিআইএসএফ জওয়ানরা, এমনই অভিযোগ উঠেছে। রাতভর মারধর করার পর আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই কারখানার সীমানার বাইরে ফেলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার এলসি মোড় সংলগ্ন এলাকায়।
সোমবার সকালে এই দুজনকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে দুজনকেই উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। জখম দুজনের মধ্যে একজন, বিকি রবিদাসের পরিবারের দাবি বিকি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনার প্রতিবাদে কুলটি সেল গ্রোথ কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1833432540406776273