RG KAR আর জি কর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনমূলক কর্মবিরতি চলছে এখনও। যার জেরে প্রবল দুর্ভোগের কবলে পড়ছেন সাধারণ মানুষ। সময়মতো মিলছে না চিকিৎসা। এরই ফলস্বরূপ ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। প্রাণ গেল ২৮ বছরের তরতাজা যুবক বিক্রম ভট্টাচার্যের। তিন ঘণ্টা ধরে হাতে-পায়ে ধরেও আর জি করের এমার্জেন্সিতে পড়ে থাকা দুর্ঘটনাগ্রস্ত ছেলের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে না পেরে অসহায় মা চোখের সামনে তাঁর ছেলেকে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখলেন। এরপর আর নিজেকে ধরে রাখতে পারেননি। ট্রলিতে থাকা ছেলের নিথর দেহের উপর কেঁদে আছড়ে পড়েন তিনি।
প্রসঙ্গত, কোন্নগরের ২৮ বছরের তরতাজা যুবক বিক্রম ভট্টাচার্যের পায়ের উপর দিয়ে লরি চলে যায়। শ্রীরামপুরের একটি হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রেফার করা হয় আর জি করে। সেখানে গিয়েই বিপাকে পড়েন রোগীর পরিবারেরা। ভর্তি দূর অস্ত, সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এমার্জেন্সির সামনে রক্তাক্ত অবস্থায় কাতরাতে থাকলেও কোনও ডাক্তার তাঁর চিকিৎসা করেননি! হাসপাতালের তরফে বলে দেওয়া হয়, ডাক্তার নেই। রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যান। কিন্তু লাগাতার রক্তক্ষরণে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢোলে পড়েন ওই যুবক। শুক্রবার বিকেলে এই মর্মান্তিক ঘটনার কথা সমাজমাধ্যমে পোস্ট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। পরিষেবা সচল রেখে আন্দোলন চলতে থাকুক, এমনই আর্জি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1832059189168128104