Health Department কঠোর পদক্ষেপের পথে হাঁটল রাজ্য স্বাস্থ্যভবন। সাসপেন্ড করা হল বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে সদ্য কাকদ্বীপে বদলি হওয়া চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে। বৃহস্পতিবার সন্ধেবেলা স্বাস্থ্যদফতরের এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্র। এর পরই স্বাস্থ্যভবন বিজ্ঞপ্তি দিয়ে জানায়, আপাতত বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করা হল। তিনি কোথাও কাজে যোগ দিতে পারবেন না পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। সাসপেন্ড করা হয়েছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আরেক চিকিৎসক অভীক দে’কেও।
প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের পরে মেডিক্যাল দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে। সন্দীপ ঘোষ সহ একাধিক ডাক্তার এই দুর্নীতিতে অভিযুক্ত বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি এই তালিকায় বর্ধমান মেডিক্যাল কলেজে ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসের নামও জুড়েছে। ইতিমধ্যে দুর্নীতির অভিযোগ ওঠায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (বর্তমানে সিবিআই হেফাজতে) গত ৩ সেপ্টেম্বর স্বাস্থ্যদফতর। সাসপেন্ড করা হয়েছিল সন্দীপ ঘনিষ্ঠ বর্ধমান মেডিক্যালের চিকিৎসক অভীক দে’কেও। এবার সেই তালিকায় যোগ হল বিরূপাক্ষ বিশ্বাসের নাম।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1832056370566434898