RG Kar Protest রাজনীতির ঘৃণ্য আগুনে লাভের রুটি সেঁকে নিতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। আর জি কর কাণ্ডের পর থেকেই ঘোলা জলে মাছ ধরতে উঠেপড়ে লেগেছেন পদ্ম-নেতারা। সোমবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনে গিয়েছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আন্দোলনকারীরা সপাট জবাবে জানিয়ে দিলেন, কোনও রাজনীতির রঙ আমাদের আন্দোলনে লাগবে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘গো ব্যাক’ স্লোগান দিয়ে বিদায় জানান আন্দোলনকারীরা। সঙ্গে ছিলেন বিজেপির আর এক নেতা রুদ্রনীল ঘোষ। তাঁকেও এই আন্দোলনে ঢুকতে দেননি আন্দোলনকারীরা।
প্রসঙ্গত উল্লেখ্য, এদিন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট পথে নামে। মিছিল যখন বি বি গাঙ্গুলি স্ট্রিটের দিকে এগিয়ে চলেছে, তখন ডাক্তারদের আন্দোলনে শামিল হতে চলে এসেছিলেন প্রাক্তন বিচারপতি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বঙ্গ বিজেপির দুই মুখকে দেখে রাগে জ্বলে ওঠেন ডাক্তাররা। জানিয়ে দেন, তাঁরা কোনও রাজনীতির রঙ লাগতে দেবেন না আন্দোলনে। অভিজিৎ-রুদ্রনীলকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান তোলেন। আর এরপরেই ওই মিছিল ছেড়ে বেরিয়ে যেতে হয় বিজেপির ওই দুই নেতাকে।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1830890875544560108