Governor বরাবরই তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে সূত্রপাত হয়েছে বিতর্কের। প্রকাশ্যে এসেছে তাঁর বিজেপি-ঘনিষ্ঠতাও। এবার গুয়াহাটিতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে কি বিজেপির ইশারাতেই নতুন করে কোন চক্রান্ত করতে চলেছেন তিনি? উঠছে প্রশ্ন। যে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপাল দেখা করতে গিয়েছেন, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক মহলে অসংখ্য অভিযোগ। সরকার ফেলার নানান ষড়যন্ত্রে বারবার উঠে এসেছে তাঁর নাম।
সম্প্রতিই তৃণমূল সাংসদ সুস্মিতা দেব স্পষ্ট ভাষায় বলেছেন, “বাংলায় গোহারা হারার পর এখন অর্থের অস্ত্রায়নে অশুভ নকশার জলছবি দেখা যাচ্ছে। আমাদের এটার তদন্ত করতে হবে। গুয়াহাটিতে গিয়ে বাংলার রাজ্যপালের এটা যে শলা-পরামর্শমূলক বৈঠক ছিল তা নির্দ্বিধায় বলা যায়। আসলে ভোটে হারার পর বাংলায় ব্যাক ডোর পলিটিক্সে মন দিয়েছে বিজেপি।
লিঙ্কঃhttps://x.com/ekhonkhobor18/status/1825502390579089449
তার কারণ, এতদিনে বিজেপি বুঝে গিয়েছে, হাজার চক্রান্ত করেও বাংলার মানুষের মন থেকে তৃণমূলকে সরানো কঠিন কাজ।” মুখ খুলেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষও। “আলোচনায় নিশ্চিতভাবে ছিল বাংলা। সম্ভবত রাজ্যপালকে কোনও বিশেষ হোমওয়ার্ক দেওয়া হয়েছে।

রাজনৈতিক মহল বলছে, রাজ্যপাল এই সব রহস্যময় এবং চক্রান্তমূলক বৈঠকের পরে বাংলায় ফিরে এসে এক্তিয়ারের বাইরে গিয়ে নানা পদক্ষেপ করেন। এবারও তার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না”, আশঙ্কা তাঁর।
governor