মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের নিদান দিয়ে গ্রেফতার হল এক কলেজ পড়ুয়া। নিজের দেহরক্ষীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ঠিক একইভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করে হত্যার নিদান দিয়েছিল সেই কলেজ ছাত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম কীর্তি শর্মা। তিনি বি’কম দ্বিতীয় বর্ষের পড়ুয়া। মুখ্যমন্ত্রীকে খুনের নিদানের পাশাপাশি সোশাল মিডিয়ায় আর জি কর হাসপাতালে নিহত চিকিৎসকের নাম ও ছবি প্রকাশের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সমাজমাধ্যমে ওই পড়ুয়া পোস্ট করেন, “ইন্দিরা গান্ধীর মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করুন। আপনি যদি এটি করতে না পারেন তবে আমি হতাশ করব না।”
এরপর মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই পোস্ট। বিষয়টি পুলিশের নজরে আনে তৃণমূল। তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে তা তুলে ধরে লেখেন, “এবার কি ঘুরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণনাশের বার্তা বাজারে ছাড়া শুরু?” বিষয়টি ঘিরে শোরগোল শুরু হতেই তদন্তে নামে কলকাতা পুলিশ। এর পর সোমবার তালতলা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। এপ্রসঙ্গে পুলিশের তরফে জানানো হয়েছে, আরজি করের ঘটনার প্রেক্ষিতে ‘Kirtisocial’ নামে ইনস্টাগ্রাম আইডি থেকে মোট ৩টি পোস্ট করা হয়। যেখানে নির্যাতিতার নাম ও ছবি প্রকাশের পাশাপাশি ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের মতো করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যা করতে অন্যদের উসকানি দেওয়া হয়। যার প্রেক্ষিতেই অভিযুক্ত ওই কলেজ পড়ুয়াকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইতিমধ্যেই।




