Vinesh Phogat চলতি অলিম্পিক্সে দুরন্ত পারফরম্যান্সের পরও পদকজয়ের স্বপ্ন ভেঙে গিয়েছে ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগটের। মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য অলিম্পিক ফাইনাল থেকে ছিটকে যান ভিনেশ। এবার সে বিষয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে ভিনেশকে সংগ্রামী অভিনন্দন জানান তিনি। মমতা বলেন, “আমি ব্যথিত। যে মেয়েটি সোনা আনতে পারত, কী কারণে বা কেন কীভাবে তাকে বঞ্চিত করা হল, সেটা দেশবাসী জানবে আগামী দিন। কিন্তু তাকেও আমি সংগ্রামী অভিনন্দন জানাই।” এই ইস্যুতে সরব হয়ে বিজেপিকেই ঘুরিয়ে কটাক্ষ করলেন মমতা? রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে তেমনটাই।
এর আগে ভিনেশ ফোগটকে সমর্থন করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। “সরকার এবং বিরোধীরা একমত হয়ে ভিনেশকে ভারতরত্ন দিন। নয়তো তাঁকে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করা হোক। যেভাবে তিনি লড়াই চালিয়ে গিয়েছেন, সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্যই এমন পদক্ষেপ করা যেতে পারে। আমি মনে করি, ভিনেশকে যা সহ্য করতে হয়েছে তার তুলনায় এই পদক্ষেপ খুবই কম। কারণ কোনও পদকই ভিনেশের সংগ্রামের সমান হতে পারে না”, লিখেছিলেন তিনি।
Link:https://x.com/ekhonkhobor18/status/1822557048019599591?s=19
এপ্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল সাংসদের এমন প্রস্তাবে বড় সমস্যায় পড়তে পারে বিজেপি। উল্লেখ্য, বিজেপির তৎকালীন সাংসদ তথা তৎকালীন ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে আন্দোলনে নেমেছিলেন ভিনেশ। দিল্লীর রাজপথে পুলিশের কাছে কুস্তিগিরদের মার খাওয়ার দৃশ্য আজও ভারতবাসীর মনে স্পষ্ট। কাজেই ভিনেশের ডিসকোয়ালিফিকেশনের পিছনে ষড়যন্ত্র ও অন্তর্ঘাতের আঁচ পাচ্ছেন অনেকেই। অভিষেকের প্রস্তাবে সহমত হতে পারে ইন্ডিয়া জোটও। সেক্ষেত্রে চাপ আরও বাড়বে মোদী সরকারের।
vinesh phogat. mamata banerjee