Mamata Banerjee জননেত্রী তিনি। জনতার কাছের মানুষ, কাজের মানুষ। কথা দিয়ে কথা রাখতে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার তার সাক্ষী রইল বাংলা। হাতে চাকরির নিয়োগপত্র পেলেন একুশে জুলাইয়ের সমাবেশে যোগদানের পথে দুর্ঘটনায় মৃত করণদিঘীর তৃণমূল কর্মীর ছেলে কামারুদ্দিন। শুক্রবার মৃত বুথ সভাপতি আইনাল হকের ছেলে কামারুদ্দিনের হাতে নিয়োগপত্র তুলে দেন করণদিঘীর বিধায়ক গৌতম পাল, বিডিও জয়ন্তী দেবব্রত চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি মহসিন আজম প্রমুখ। এর আগে মমতা মৃতের পরিবারকে সাহায্যের দায়িত্ব দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তৎপরতার সঙ্গে শোকাকুল পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছে দিয়েছিলেন অভিষেক। আর্থিক সাহায্য মৃত কর্মীর বাড়ি পৌঁছে দিয়েছিলেন উত্তর দিনাজপুর জেলা সভাধিপতি পম্পা পাল, দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল-সহ দলীয় নেতৃত্ব।
এরপর করণদিঘীর সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী তথা বাড়িতে গিয়ে মৃতের পরিবারকে সমবেদনা জানান বিধায়ক গৌতম পাল। সেখানে গিয়ে পরিবারের দুরবস্থা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে পরিবারের এক সদস্যের চাকরির আবেদন করেন তিনি। বিধানসভায় আবেদনের ভিত্তিতে করণদিঘী পঞ্চায়েত সমিতিতে গ্রুপ ডি পদে চাকরিতে যোগ দিলেন মৃত বুথ সভাপতির ছেলে কামারুদ্দিন। একুশে জুলাইয়ের সমাবেশে যোগদান করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তাঁর বাবা আইনল হকের। সভা মঞ্চেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মৃত আইনালের পরিবারকে সাহায্য করার আশ্বাস দেন। সেইমতোই পদক্ষেপ নিল তাঁর সরকার। সাহায্য পেয়ে খুশি আইনালের পরিবার। মুখ্যমন্ত্রী ও বিধায়ককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।
Link:https://x.com/ekhonkhobor18/status/1822554367934820555?s=19
mamata banerjee