Mamata Banerjee অভিনব পদক্ষেপের পথে হাঁটল জলপাইগুড়ি জেলা প্রশাসন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্য সরকার যেসমস্ত উন্নয়ন প্রকল্প চালাচ্ছে, সেগুলি যাতে ভালোভাবে মানুষের সামনে তুলে ধরা যায়, সেজন্য লোকশিল্পীদের গান বাঁধতে বলল তারা। জেলা প্রশাসন সূত্রে খবর, বিভিন্ন প্রকল্প নিয়ে শিল্পীরা গান লিখে, সুর দিয়ে তা রেকর্ড করে পাঠাবেন। তারপর সংশ্লিষ্ট দফতরের তরফে খতিয়ে দেখে চূড়ান্ত করা হবে।
আরও পড়ুন:‘ভিনেশকে কেন বঞ্চিত করা হল, মানুষ তা জানতে পারবে!’ – কৌশলে বিজেপিকেই বিঁধলেন মমতা? শুরু জল্পনা
মোট যে ক’টি গান চূড়ান্ত হবে, সেগুলির মাধ্যমেই কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথীর মতো জনপ্রিয় প্রকল্পের প্রচার চালানো হবে। “রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে আমরা যেভাবে মানুষকে বোঝাচ্ছি, লোকশিল্পীরা গান, নাটকের মাধ্যমে বোঝালে তা অনেক বেশি গ্রহণযোগ্য হবে”, জানিয়েছেন জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) প্রিয়দর্শিনী ভট্টাচার্য।
Link:https://x.com/ekhonkhobor18/status/1822565231039582600?s=19
mamata banerjee