Mamata Banerjee শুক্রবার বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক সুখবর দিলেন ঝাড়গ্রামবাসীর জন্য। পাশাপাশি ঝাড়গ্রামের আর্চারি অ্যাকাডেমির মেয়েদের চোখে বুনে দিলেন সাফল্যের স্বপ্ন। বর্তমানে চলছে অলিম্পিক্স। আগামী দিনে অলিম্পিকে যোগ দিয়ে ঝাড়গ্রামের মেয়েরা পদক জিতবেন বলেই আশা মুখ্যমন্ত্রীর। এদিন জনসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “আমি বিশ্বাস করি ঝাড়গ্রামের আর্চারি অ্যাকাডেমি থেকে একদিন আমাদের মেয়েরা অলিম্পিকে যাবে। তারা অলিম্পিক জয় করবে। সেই উদ্দেশেই কিন্তু এগুলো করা হয়েছে।”
পাশাপাশি, আর্চারি অ্যাকাডেমি তৈরির নেপথ্য কাহিনিও তুলে ধরেন মমতা। তাঁর কথায়, “২০ বছর আগে যখন অলিম্পিক হয়েছিল, আমি তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। তখন আমি পরিকল্পনা করেছিলাম আগামী ২০ বছরের। সমস্ত অ্যাকাডেমি করে প্লেয়ার তৈরি করা। এই আর্চারি অ্যাকাডেমিও তৈরি করেছি, যাতে ২০-২১ বছর বাদে ভারতীয় খেলোয়াড়েরা সম্মান অর্জন করতে পারে।” প্রসঙ্গত, গত বুধবার মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য অলিম্পিক ফাইনাল থেকে ছিটকে যান ভিনেশ ফোগট। সে প্রসঙ্গেও এদিন মুখ খোলেন মমতা। বলেন, “আমি ব্যথিত। যে মেয়েটি সোনা আনতে পারত, কী কারণে বা কেন কীভাবে তাকে বঞ্চিত করা হল, সেটা দেশবাসী জানবে আগামী দিন। কিন্তু তাকেও আমি সংগ্রামী অভিনন্দন জানাই।” এছাড়া এদিন ঝাড়গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সুবিধার্থে ‘বিগ বাজার’ তৈরির কথাও বলেন মমতা।
Link:https://x.com/ekhonkhobor18/status/1822573199294435341?s=19
mamata banerjee