Parliament বিপাকে দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। রাজ্যসভায় বিজেপিকে বাড়তি সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগে বিদ্ধ হয়েছেন তিনি। এবার ধনকরের বিরুদ্ধে এবার ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। সোমবার বাজেট অধিবেশনের শেষ দিনেই তা জমা দেওয়ার কথা ছিল। আর শুক্রবারই শেষ করে দেওয়া হয়েছে বাজেট অধিবেশন। এই আবহে ইন্ডিয়া জোট এখন অপেক্ষা করবে সংসদের শীতকালীন অধিবেশনের জন্য। সেখানেই জমা পড়বে ধনকড়ের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাব। উল্লেখ্য, দ্বিতীয় মোদী সরকারের কার্যকাল থেকেই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের সঙ্গে বিরোধীদের সংঘাত তুঙ্গে। বিরোধী শিবির বারবারই অভিযোগ করেছে, ধনকর তাদের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন।
পক্ষপাতিত্ব করছেন ট্রেজারি বেঞ্চের হয়ে। বিরোধী শিবিরের অভিযোগ, সংসদকে ‘ডিপ ডার্ক চেম্বারে’ পরিণত করা হয়েছে। তৃতীয় মোদী সরকারের কার্যকালের শুরুতেও ধনকর-বিরোধী শিবির সম্পর্ক স্বাভাবিক হয়নি। বাজেট অধিবেশনে বারবারই দুই পক্ষের বাদানুবাদ চরমে পৌঁছেছে। বিরোধীদের যাবতীয় অভিযোগ অস্বীকার করে ধনকর নিজের অবস্থানে অনড় থাকছেন। কংগ্রেস সভাপতি, রাজ্যসভার বিরোধী দল নেতা মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, প্রবীণ কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের মতো সাংসদের সঙ্গে তো বটেই, সমাজবাদী পার্টির বর্ষীয়ান মহিলা সাংসদ জয়া বচ্চনের সঙ্গে ধনকরের আচরণ যথেষ্ট অনমনীয় ও দৃষ্টিকটু বলে মনে করছে রাজনৈতিক মহল।
Link:https://x.com/ekhonkhobor18/status/1822575433000341879?s=19
প্রসঙ্গত, এই আবহে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় শুরু করেছে ইন্ডিয়া জোট। নয়াদিল্লীতে সংসদীয় সূত্রের দাবি, ইতিমধ্যেই ৯০ জন বিরোধী সাংসদ ধনকরের ইমপিচমেন্ট নোটিশে স্বাক্ষর করেছেন। আগামী সোমবার সংসদের টেবিল অফিসে এই নোটিশ জমা দেওয়ার কথা ছিল। শুক্রবার তার আগেই মুলতুবি করে দেওয়া হয়েছে বাজেট অধিবেশন। এই পরিস্থিতিতে বিরোধীরা এবার শীতকালীন অধিবেশনে ধনকরের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার জন্য তৈরি হচ্ছেন। এই প্রসঙ্গে শুক্রবার নিজেদের অবস্থান স্পষ্ট করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক বলেন, ‘‘আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার কাজ শুরু করেছি। শুক্রবার রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গের অফিসে বসে এই মর্মে সাক্ষর সংগ্রহ করা হয়েছে।’’ পাশাপাশি, বিরোধী শিবির অভিযোগ করছে, শুক্রবার যেভাবে রাতারাতি বাজেট অধিবেশনে শেষ করা হয়েছে, তার প্রধান কারণ হল ধনকরের বিরুদ্ধে বিরোধীদের ইমপিচমেন্ট প্রস্তাবকে যেনতেনপ্রকারেণ আটকানো। আপাতত এই উদ্যোগ থমকে গেলেও তাঁরা নিজেদের লক্ষ্যে দৃঢ় থেকে আগামী শীতকালীন অধিবেশনে ধনকরের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনবেন, শুক্রবার নয়াদিল্লীতে এমনই দাবি করেছেন বিরোধী শিবিরের একাধিক প্রথম সারির সাংসদ।
parliament