Bengals বাংলায় খানিক জমি পাওয়ার পর থেকেই ছলে-বলে-কৌশলে বিভিন্ন সময় বাংলা ভাগের জিগির তুলেছেন বিজেপি নেতারা। সাম্প্রতিক সময়েও দেখা গিয়েছে তার পুনরাবৃত্তি। বরাবরই এর প্রতিবাদে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল। এবার বিজেপির বঙ্গভঙ্গের চক্রান্তের বিরুদ্ধে দিনহাটা শহরজুড়ে বিরাট মিছিলের আয়োজন করল ঘাসফুল শিবির। শুক্রবার এই মিছিলে অংশ নিলেন কোচবিহারের সাধারণ মানুষ। স্লোগান একটাই, “বিজেপির বাংলা ভাগের চক্রান্ত রুখে দেব আমরা।” এই বিরাট প্রতিবাদ নিয়ে মিছিলের নেতৃত্বে ছিলেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, “যাঁরা বাংলা ভাগের কথা বলছেন তাঁরা স্বপ্ন দেখছেন। বাংলা ভাগ তাঁরা হতে দেবেন না।”
পাশাপাশি, মিছিলে ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ, তৃণমূল কংগ্রেস নেতা বিশু ধর, দীপক ভট্টাচার্য, নুর আলম হোসেন প্রমুখ৷ দিনহাটা শহর ছাড়াও দিনহাটা ১ ও ২ ব্লক ও সিতাই বিধানসভা থেকে দলে দলে কর্মীরা এসে যোগ দিয়েছিলেন মিছিলে৷ এছাড়াও মিছিলে মহিলাদের ভিড় ছিল লক্ষ্যণীয়। সম্প্রতি উত্তরবঙ্গকে পৃথক করে কেন্দ্রীয়শাসিত অঞ্চল গঠনের দাবি তুলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদার থেকে শুরু করে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ও অন্যান্যরা৷ এই মন্তব্যে ব্যাপক উঠেছিল বিতর্কের ঝড়। এরপরেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঘোষণা করেছিলেন, শুক্রবার বিকেলে বাংলা ভাগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হবে দিনহাটায়।
Link:https://x.com/ekhonkhobor18/status/1822577753746550939?s=19
bengals