Weather ভরা শ্রাবণের বৃষ্টিতে ভিজছে সারা বাংলা। উত্তরবঙ্গের পর এবার দক্ষিণেও অব্যাহত বর্ষণ। আজ, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে রাজস্থান ও পাঞ্জাবে ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তরপ্রদেশ এবং বিহার থেকে দুটি অক্ষরেখা রয়েছে পশ্চিমবঙ্গ পর্যন্ত। অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা কলকাতার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ আকাশ দিনভর মেঘাচ্ছন্ন থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। চলবে বৃষ্টি।
আরও পড়ুন: মোদী-জমানায় অব্যাহত মূল্যবৃদ্ধির কোপ – আগস্টের শুরুতেই একলাফে বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম
পাশাপাশি, উত্তরবঙ্গে রবিবার থেকে বৃষ্টি বাড়বে। শনিবার পর্যন্ত আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং-এ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি পাঁচ জেলাতেও। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯১ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ৪৭.৪ মিলিমিটার। আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে শহরে। বৃষ্টি হওয়ায় দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নীচে। আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, গুজরাত, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক এবং মহারাষ্ট্রেও। গোয়া, ছত্তিশগড়, বিদর্ভ, উত্তরাখণ্ড, হরিয়ানা, জম্মু-কাশ্মীর সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1819309252130824416
weather