Supreme Court নিট-দুর্নীতির বিতর্কে এখনও উত্তাল সারা দেশ। এবার নিটের চূড়ান্ত রায়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-কে চরম ভর্ৎসনা করল দেশের শীর্ষ আদালত। প্রসঙ্গত, গত ৫ মে নিট-ইউজি পরীক্ষা হয়। ফল প্রকাশের পরে দেখা যায়, প্রথম স্থান অধিকার করেছেন ৬৭ জন! এর পর থেকে এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে ওঠে বিস্তর অভিযোগ। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের পাশাপাশি অনেককে গ্রেস মার্কস দেওয়ারও অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। পরে গ্রেস মার্কস দেওয়ার ব্যাপারটি স্বীকার করে নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানাল, নিট নিয়ে এনটিএ যেভাবে ছেলেখেলা করেছে, সেটা কোনওভাবেই পড়ুয়াদের স্বার্থরক্ষা হতে পারে না। এনটিএ-র উচিত টালবাহানা না করে সমস্ত ত্রুটি মিটিয়ে নেওয়া, এমনই জানিয়েছে আদালত।
আরও পড়ুন: চলছে ভরা শ্রাবণের রিমঝিম – আগামী কয়েকদিন সারা বাংলা জুড়েই বর্ষণের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উল্লেখ্য, পড়ুয়াদের একাংশের দাবি ছিল যে ৫ মে-এর পরীক্ষা বাতিল করে ফের নিটের ব্যবস্থা করতে হবে। কিন্তু সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দেয়, পরীক্ষা বাতিল বা নতুন করে পরীক্ষা নেওয়া হবে না। কেন সেই সিদ্ধান্ত, এদিন বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে ৩ সদস্যের ডিভিশন বেঞ্চ। পুরো পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছ্বতা প্রভাবিত হয়েছে, সেটা বলার মতোও প্রমাণ মেলেনি। তবে একই সঙ্গে এনটিএ-র খামতিগুলোও তুলে ধরেছে শীর্ষ আদালত। রায় ঘোষণার সময় প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, “এনটিএকে এবার টালবাহানা বন্ধ করতে হবে। যেভাবে টালবাহানা করছে, সেটা মোটেই পড়ুয়াদের স্বার্থের জন্য ভালো নয়।” যেভাবে এনটিএ পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্র বদলের সুযোগ দিয়ে দুর্নীতির রাস্তা খুলে দিয়েছে, যেভাবে ১৫৬৩ পড়ুয়াকে গ্রেস মার্কস দিয়েছে, সেসবকে কড়া ভাষায় বিঁধেছে সুপ্রিম কোর্ট।
Link: https://x.com/ekhonkhobor18/status/1819310764152193442
supreme court