Price Hike মোদী-জমানায় বছরের পর বছর অতিক্রান্ত হয়েছে। তবুও মূল্যবৃদ্ধির কোপ থেকে রেহাই নেই আমজনতার। জ্বালানি তেল, ভোজ্য তেল থেকে শুরু করে নিত্যপণ্যের বাজার দরে আগুন লেগেছে। সংসার চালাতে কপালের ঘাম পায়ে ফেলছেন মধ্যবিত্ত ও গরিব সম্প্রদায়ের মানুষ। সেই মাথাব্যথা বাড়িয়ে এবার ফের দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের। প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম প্রকাশ করে সরকারি তেল কোম্পানি। সেই মতো আগস্টের প্রথম দিনেই সকাল ৬টা নাগাদ এলপিজি সিলিন্ডারের নতুন দামের তালিকা জানিয়ে দেয় ৩টি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা।
আরও পড়ুন: ফের অভাবনীয় বর্বরতা যোগীরাজ্যে! – লখনউয়ের জলমগ্ন রাস্তায় মহিলার শ্লীলতাহানি, প্রকাশ্যে ভিডিও
নয়া চার্ট অনুযায়ী, চলতি মাসে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে ১৪ কেজির ঘরোয়া রান্নার গ্যাসের দাম। সরকারি তেল কোম্পানিগুলির বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন শহরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় ৮ থেকে ৯ টাকা বাড়ানো হয়েছে। ফলে দিল্লিতে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার দাম বেড়েছে ৬.৫০ টাকা। অন্যদিকে ৮.৫০ টাকা দাম বেড়েছে কলকাতায়।
Link: https://x.com/ekhonkhobor18/status/1819305085509185595
price hike