Uttar Pradesh মোদী সরকার ক্ষমতায় আসার পথ থেকেই দেশজুড়ে বারবার প্রশ্নের মুখে পড়েছে নারীসুরক্ষা ও নিরাপত্তা। বিজেপিশাসিত রাজ্যগুলিতে একের পর এক ঘটে গিয়েছে নৃশংস ঘটনা। যা দেখে শিউরে উঠেছেন সবাই। এনসিআরবি রিপোর্টে বারবার উঠে এসেছে, নারী নির্যাতনে দেশের শীর্ষে ‘ডবল ইঞ্জিন’ উত্তরপ্রদেশ। এবার ফের ফুটে উঠল সেই ভয়াবহ চিত্র। সম্প্রতি লখনউয়ের রাস্তায় এক মহিলাকে হেনস্থার ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন লখনউ। অবস্থায় বাইকে করে যাচ্ছিলেন এক মহিলা। জলমগ্ন রাস্তায় সেই মহিলাকে লক্ষ্য করে রাস্তায় জমে থাকা নোংরা জল ছেটাতে থাকে একদল যুবক।
আরও পড়ুন: তফসিলি জাতি ও উপজাতির মধ্যে উপশ্রেণি তৈরি করতে পারবে রাজ্য সরকার – ঐতিহাসিক হয়ে রইল ‘সুপ্রিম’ রায়
এরপর একজন মহিলাকে বাইক থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে জলে ফেলে দেওয়ারও চেষ্টা করে। শ্লীলতাহানিও করা হয় তাঁর। বাইক থেকে জলমগ্ন রাস্তায় পড়ে যান মহিলা। সেইসময় এক যুবক তাঁকে জাপটে ধরার চেষ্টা করে। এই পরিস্থিতিতে তরুণীকে ঘিরে বর্বর উল্লাসে মেতে ওঠে যুবকের দল। সেই সময় এক বাইক আরোহীর তৎপরতায় তরুণী রক্ষা পান এবং পুলিশে খবর দেন। একের পর এক শ্লীলতাহানি, ধর্ষণ, হেনস্থা ও নারী নির্যাতনের মতো ঘৃণ্য ঘটনা ঘটে চলেছে যোগীরাজ্যে। কিন্তু এতকিছুর পরও মেলেনি কোনও সুরাহা। কার্যত চোখে ঠুলি পরেই রয়েছে উত্তরপ্রদেশের প্রশাসন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1819304011180167264
uttar pradesh