সম্প্রতিই কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন সুনীল ছেত্রী। এত দিন তিনিই ছিলেন জাতীয় দলের অধিনায়ক। এবার কাতারের বিরুদ্ধে নতুন অধিনায়ক বেছে নিল দল। দায়িত্ব দেওয়া হল গুরপ্রীত সিংহ সান্ধুকে। তিনিই কাতারের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেবেন। তবে পাকাপাকি ভাবে তাঁকেই অধিনায়ক করা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। শনিবার রাতের দিকে দোহায় পৌঁছেছে ভারত। রয়েছে ২৩ সদস্যের দল। ডিফেন্ডার অমেয় রানাওয়াড়ে, লালচুংনুঙ্গা এবং শুভাশিস বসু দলের সঙ্গে যাননি।
উল্লেখ্য, বাবার অসুস্থতার জন্য নাম প্রত্যাহার করেছেন শুভাশিস। পাশাপাশি, বাকি দুই ডিফেন্ডারকে না নিয়ে যাওয়ার কারণ হিসাবে কোচ ইগর স্তিমাচ বলেছেন, “ওদের দু’জনকে দলে রাখতে পারলে খুশি হতাম। ওদের খেলার বিভিন্ন দিক নিয়ে কাজ করেছি। দল থেকে ছেড়ে দেওয়ার আগে অনেক আলোচনা হয়েছে। ওরা জানে পরের মরসুমে দলে ফেরার আগে কোন কোন জায়গায় উন্নতি করতে হবে। ওদের কাছে অনেক সময় রয়েছে নিজেদের খেলার উন্নতি করার।” সুনীলের অবসরের পর দেশের হয়ে ৭২ ম্যাচ খেলা গুরপ্রীতকে নেতা বাছতে কোনও অসুবিধাই হয়নি বলে জানিয়েছেন স্তিমাচ। দলের মধ্যে তিনিই এখন সবচেয়ে অভিজ্ঞ। “সুনীলের পাশাপাশি গুরপ্রীত এবং সন্দেশ জিঙ্ঘনই আমাদের অধিনায়ক ছিল গত পাঁচ বছরে। তাই এই মুহূর্তে নেতৃত্বের দায়িত্ব ওরই প্রাপ্য”, জানিয়েছেন স্তিমাচ।