ফরাসি ওপেন জিতলেন স্পেনের উদীয়মান টেনিস তারকা কার্লোস আলকারাজ। রবিবার ফাইনালে পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি হারিয়ে দিলেন জার্মানির আলেকজান্ডার জেরেভকে। এক সময় ২-১ সেটে এগিয়ে গিয়েছিলেন জেরেভ। কিন্তু হাল ছাড়েননি আলকারাজ। চতুর্থ ও পঞ্চম সেট জিতে ৪ ঘণ্টা ১৯ মিনিটের লড়াইয়ে শেষ হাসি হাসেন তিনি। এদিন প্রথম সেটের শুরুটা ভাল করেছিলেন আলকারাজ। প্রথম গেমেই জেরেভের সার্ভিস ভেঙে দেন তিনি। কিন্তু জেরেভও তৈরি ছিলেন। পরের গেমে তিনি আলকারাজের সার্ভিস ভেঙে ১-১ করেন। তৃতীয় গেমে নিজের সার্ভিস ধরে রাখেন জেরেভ। উল্টোদিকে আলকারাজও ছাড়ার পাত্র ছিলেন না। ১-২ থেকে ৪-৩ করেন। পরের গেমে নিজের সার্ভিস ধরে রেখে ৫-৩ এগিয়ে যান স্পেনীয় তারকা। সেখান থেকে আর ফেরার সুযোগ ছিল না জেরেভের। মাত্র ২০ মিনিটের লড়াইয়ে ৬-৩ প্রথম সেট জিতে যান আলকারাজ। দ্বিতীয় সেটে ফেরেন জেরেভ। শুরুর চারটি গেমে দুই তারকাই নিজেদের সার্ভিস ধরে রাখছিলেন। পঞ্চম গেমে আলকারাজ়ের সার্ভিস ভাঙেন জ়েরেভ। এগিয়ে যান তিনি। পরের গেমে নিজের সার্ভিস ধরে রাখেন। সপ্তম গেমে আবার আলকারাজির সার্ভিস ভাঙেন জেরেভ। ৬-২ গেমে দ্বিতীয় সেট জিতে খেলায় ফেরেন তিনি।
এরপর তৃতীয় সেটে ফের দাপট দেখাতে শুরু করেন আলকারাজ। লাল সুরকির কোর্টে তাঁর ভলি ও ড্রপ শটের সামনে দিশেহারা দেখাচ্ছিল জেরেভকে। বার বার তাঁর সার্ভিস ভেঙে ও নিজের সার্ভিস ধরে রেখে ৫-২ এগিয়ে গিয়েছিলেন আলকারাজ। অষ্টম গেমে জেরেভ কোনও রকমে নিজের সার্ভিস ধরে রেখে ৩-৫ করেন। তার পরেই দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে পর পর চারটি গেম জেতেন জিরেভ। ২-৫ পিছিয়ে থাকা অবস্থা থেকে ৭-৫ তৃতীয় সেট জিতে এগিয়ে যান জেরেভ। তবে ঘাবড়ে যাননি আলকারাজ। চতুর্থ সেটের শুরুতেই জ়েরেভের সার্ভিস ভেঙে দেন তিনি। পর পর চারটি গেম জেতেন আলকারাজ। ঝড়ের গতিতে খেলছিলেন তিনি। চতুর্থ সেট ৬-১ গেমে জিতে নেন। খেলা গড়ায় পঞ্চম সেটে। সেখানেও দুরন্ত ছন্দে দেখা যায় আলকারাজকে। পাশাপাশি খেলা যত গড়াচ্ছিল, তত ক্লান্ত হয়ে পড়ছিলেন জেরেভ। তাঁর সার্ভিস দু’বার ভাঙেন আলকারাজ। শেষ পর্যন্ত ৬-২ পঞ্চম সেট জিতে নিজের প্রথম ফরাসি ওপেন জিতে নেন আলকারাজ। এটি তাঁর কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম। এর আগে ইউএস ওপেন ও উইম্বলডন জিতেছেন তিনি।