কাঁথি লোকসভা কেন্দ্রের উত্তর কাঁথি বিধানসভায় বিজেপির প্রতিদ্বন্দ্বী বিজেপিই। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যাঁরা বিজেপির সঙ্গে ছিলেন লোকসভা ভোটে তাঁদের অনেকেই জোড়াফুল শিবিরে। আবার আদি বিজেপির নেতারাও নব্য বিজেপি থেকে মুখ ফিরিয়েছেন। তাঁরা কাঁথি নগর মণ্ডলের প্রাক্তন সভাপতি তথা কাঁথি কেন্দ্রের নির্দল প্রার্থী বিদেশ বসু মাইতির পক্ষে রয়েছেন। ফলে বিজেপির ভোটে দুই দিক থেকে টান পড়তে শুরু করেছে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী তরুণকুমার জানা বিজেপি প্রার্থী সুমিতা সিনহার কাছে ৯৩৩০ ভোটে পরাজিত হন। বিধানসভা ভোটে কোন কোন অঞ্চলে তৃণমূলের ব্যবধান কম ছিল, এই ব্যবধান কমার কারণ কী তা ইতিমধ্যেই পর্যালোচনা করে প্রচারে জোর দিয়েছে তৃণমূল। পাশাপাশি প্রতিটি অঞ্চল ও বুথ সভাপতিদের পাড়া বৈঠক ও বাড়ি বাড়ি প্রচারের মাধ্যমে মানুষের সঙ্গে নিবিড় সংযোগও শুরু করেছে।
তৃণমূলের একাংশের অভিযোগ, গত বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর হারের পিছনে ছিল দলের অন্তর্ঘাত। জানা গিয়েছে, সেই অন্তর্ঘাত করতে যাঁরা বিজেপির হয়ে কাজ করেছিল তাঁরা এবার তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নেমেছেন। ফলে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি যে ব্যবধান নিয়ে জয়লাভ করেছিল, সেই সংখ্যাকে এবার ছাপিয়ে যাবে তৃণমূলের ব্যবধান। তাই বিজেপির চিন্তা বাড়িয়েছে।