তাঁর আমলেই বঙ্গ বিজেপির উত্থান। কিন্তু এককালের দাপুটে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষই এখন ক্রমশ ব্রাত্য হয়ে পড়ছেন দলে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে প্রথম দফায় রাজ্যের ২০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও সেই তালিকায় ঠাঁই হয়নি প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের। যা ঘিরে নানা জল্পনা চলছিল। শোনা যাচ্ছে, মেদিনীপুর নয়, অন্য কেন্দ্রে হয়ত প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষ। সূত্রের খবর, বর্ধমান-দুর্গাপুর আসনে তাঁকে প্রার্থী করতে পারে বিজেপি।
প্রসঙ্গত, উনিশের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে ওই কেন্দ্র থেকে জিতেছিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। সূত্রের খবর, আসন্ন নির্বাচনে তাঁকে টিকিট নাও দেওয়া হতে পারে। বদলে মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে সরিয়ে ওই কেন্দ্রে প্রার্থী করা হতে পারে। উল্লেখ্য, ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে খড়গপুর থেকে প্রার্থী হন দিলীপ ঘোষ। ১৯৮২ থেকে ২০১১ সাল পর্যন্ত একটানা খড়গপুরের বিধায়ক জ্ঞান সিং সোহনপালকে পরাজিত করেন তিনি। এরপর উনিশের লোকসভা নির্বাচনে মেদিনীপুরে মানস ভুঁইয়াকে পরাজিত করেন। কিন্তু এবার আর তাঁকে সেই কেন্দ্রে টিকিট দিচ্ছে না বিজেপি।