আজ রাখি৷ জাতিধর্ম নির্বিশেষে দেশজুড়ে পালিত হচ্ছে দিনটি৷ বোন-দিদিরা রাখি বাঁধছেন ভাই-দাদাদের হাতে৷ হচ্ছে উপহার বিনিময়। চলছে মিষ্টিমুখের পর্ব৷ বুধবার রাখি উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক পেজে রাজ্য-সহ দেশবাসীকে রাখির শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি হিন্দি ও বাংলা মিলিয়ে লেখেন, ‘সকলকে রাখিবন্ধনের আন্তরিক শুভেচ্ছা৷ আমাদের দেশ মহান’৷
অন্যদিকে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর আরব সাগরের তীরে মুম্বইতে বসতে চলেছে দেশের বিরোধী দলগুলির জোটের সর্বদল বৈঠক। ২০২৪-এর লোকসভা ভোটের জন্য এখন থেকেই রণনীতি তৈরি করতে শুরু করে দিয়েছে বিরোধী দলগুলি। আর তারই অংশ হিসাবে ৩১ আগস্ট আরব সাগরের তীরে মুম্বইতে এবার বৈঠক বসতে চলেছে বিরোধীদের I.N.D.I.A.জোট।
দু-দিন ধরে চলা বৈঠকে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এর মাঝেই জলসায় চায়ের আমন্ত্রণ রক্ষা করতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুম্বই সফরে যাবেন জানতে পেরেই অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ গ্রহন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছেন, অমিতাভ বচ্চনকে যখনই আমন্ত্রণ জানানো হয় তখনই তিনি আসেন। তাই এই আমন্ত্রণ তিনি গ্রহন করেছেন।