শরদ পওয়ারের দল এনসিপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মাজিদ মেমন। বুধবার দিল্লিতে তৃণমূলের কার্যালয়ে দুই বর্ষীয়ান সাংসদ সৌগত রায় ও তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনের উপস্থিতিতে ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা অভিজ্ঞ আইনজীবী। দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন তিনি, জানিয়েছে শীর্ষ নেতৃত্ব।
নভেম্বরে এনসিপি ছেড়েছিলেন মাজিদ। পওয়ারের প্রতি কৃতিজ্ঞতা প্রকাশ করে জানিয়েছিলেন ব্য়ক্তিগত কারণে এনসিপি ছাড়ছেন। সেই সিদ্ধান্তের এক মাসের মধ্যে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন তিনি। এর ফলে জাতীয়স্তরে তৃণমূলের শক্তি আরও কিছুটা বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
মেমন পেশায় ক্রিমিনাল লইয়ার। বহু নামীদামি রাজনীতিবিদ, অভিনেতা-অভিনেত্রী ও মানবাধিকার কর্মীর আইনি লড়াই লড়েছেন মেমন। বিদেশে পালিয়ে যাওয়া বহু ভারতীয়র প্রত্যর্পণ মামলায় তাঁদের আইনজীবী ছিলেন তিনি। এমনকী, ১৯৯৩ সালের মুম্বই হামলায় একাধিক অভিযুক্তর হয়েও মামলা লড়েছিলেন মেমন। তিনি অবশ্য নিজেও একজন মানবাধিকার কর্মী।