রাজ্য-রাজনীতিতে ক্রমশ পুঞ্জীভূত হচ্ছে উত্তাপ। সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন বগটুই-কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের রহস্যমৃত্যু ঘিরে তুঙ্গে বিতর্কের ঝড়। সিবিআইকে একহাত নিয়েছে বাংলার শাসকদল তৃণমূল। লালনের মৃত্যুর দায় কেন নেবে না সিবিআই? হাজরায় তৃণমূলের সভামঞ্চ থেকে এমনই প্রশ্ন তুললেন মদন মিত্র। সঙ্গে হুঁশিয়ারি দিলেন, “আমাদের চমকাবেন না। আমার যেখানে যাব, চমকাইতলা তৈরি হবে।” উক্ত সভায় হাজির থাকলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। সঙ্গে দলের মুখপাত্র কুণাল ঘোষ, কামারহাটির বিধায়ক মদন মিত্র, রাসবিহারীর বিধায়ক দেবাশীষ কুমার, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি প্রমুখ।
প্রসঙ্গত উল্লেখ্য, ৩ দিনের সফরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন মেঘালয়ে। তাঁর সফরসঙ্গী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন হাজরায় মদন মিত্র বলেন, “তৃণমূল যদি বগটুই করে থাকে, তাহলে লালন শেখের মৃত্যুর দায়িত্ব কেন সিবিআই নেবে না? কার হেফাজতে ছিল? সিবিআই কেন পুলিসি হেফাজতে রাখল না? অস্থায়ী ক্য়াম্পের মেরে চলে যাবে বলে?” এখানেই থেমে থাকেননি তিনি। “সিবিআইয়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হবে”, দাবি মদনের।